• HIYAR DOSH KAHAN হিয়ার দশ কাহন

    প্রত্যেকটি গল্প জীবন থেকে নেওয়া, চেনা কুশীলব, চেনা মঞ্চ, চেনা সব । কিন্তু সব চেনা বোধহয় চেনা হয় না। গল্পের মধ্যে অন্য গল্প লুকিয়ে থাকে, বাস্তব কখন অজান্তে পরাবাস্তব ছুঁয়ে বসে সে কথা গল্পের কুশীলবও জানেনা, হিয়া বলেছে সেই সব গল্প ।

    এই চেনা ছকের অচেনা অ-পরাবাস্তবে পাঠক পাঠিকাকে স্বাগতম। যে মানুষ বা ‘না মানুষকে’ আমরা চিনেও চিনি না, যে ঘটনা নিয়ত চোখের সামনে ঘটে চলেছে, এই বিচিত্র নাটমঞ্চে মানুষের অন্তরাত্মা নিজের অজান্তে যে অদ্ভুত গল্পগুলো লিখে চলেছে নিশ্বাস প্রশ্বাসে, মুহূর্তগুলোর ভাঁজে ভাঁজে, হিয়া সেই অসম্ভবের কল্পকথার গল্পকথাকে একান্ত যতনে তুলে এনেছে পাঠকের দরবারে, দশটি মননের সিলুয়েট দিয়ে সাজানো কোলাজে। তাই সেই সব গল্প শুরু করলে শেষ না দেখে থামা যাবে বলে মনে হয় না – এই ‘ওপেন চ্যালেঞ্জ’ টুকু রইল পাঠক পাঠিকার জন্য হিয়ার তরফ থেকে !

    শেষ পাতা পড়েও যার রেশ থেকে যায়—এ এক অনুরণনময় গল্পসংকলন।

    240.00300.00
  • JA KICCHU AAJGUBI যা কিছু আজগুবি

    ‘যা কিছু আজগুবি’ কোনো সরল কাব্যসংকলন নয়।

    এটি খণ্ডিত অনুভূতি, অসংলগ্ন প্রশ্ন আর অসমাপ্ত চিন্তার এক সচেতন বিন্যাস।

    এই বইয়ে কবিতা কখনও যুক্তিপূর্ণ, কখনও সম্পূর্ণ অযৌক্তিক, ঠিক যেমন আমাদের সময়, আমাদের বেঁচে থাকা। এখানে অর্থ স্থির নয়, দৃষ্টিভঙ্গিই অর্থ নির্মাণ করে।

    একই কবিতা এক পাঠকের কাছে বিদ্রূপ, অন্য পাঠকের কাছে তা স্বীকারোক্তি।

    ‘যা কিছু আজগুবি’ পাঠককে নির্দিষ্ট পথে হাঁটতে বলে না।

    বরং বারবার দিগ্‌ভ্রান্ত করে। যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা ঝাপসা, আর শব্দ নিজের অর্থ নিজেই অস্বীকার করে।

    এই কবিতাগুলো ব্যাখ্যার অপেক্ষায় নয়—এরা সাহচর্য চায়। এই বই উত্তর সরবরাহ করে না; প্রশ্নকে সচল রাখে। পাঠকের সঙ্গে সমঝোতা নয়, নিজের অবস্থান উন্মোচনের ঝুঁকি নেওয়াই এখানে পাঠের শর্ত।

    256.00320.00
  • MUTHOBHORA JOCHHONA মুঠোভরা জোছনা

    • Author: Mitali Jana, Krishna Moulick, Sushanta Jana
    • Cover Designer: Gitosree Chattarjee
    152.00190.00
    Available on: 04 Feb, 2026
  • NAIRITER HAWA নৈর্ঋতের হাওয়া

    এ জীবন লেখে চলাচল—আসা আর যাওয়া, মনে থাকে শুধু ভালোবাসা, কথা আর গান গাওয়া। ফেলে আসা স্মৃতির দুপুর, একাকার আবেগী মন নামখানি বলে যায় আর বুকের গভীরে ওঠে এক শিহরন! কত বেলা গেল ঢলে সায়াহ্নের শান্ত, মায়াবী ডোরে, বর্ণচ্ছটায় উদ্ভাসিত যৌবন কখন ডাকে সেই নাম ধরে। নির্জনে বসে দেখি সেই চমকপ্রদ কাহিনির চিত্রায়ণ আমি চলেছি রামধনু পথে, আলোয় মাখা এ কথন! জীবন এক অপূর্ব চালিকাশক্তি, যার সদাবহমান পথ সময়ের পাণ্ডুলিপিতে সংগ্রহ করে কাহিনির উপকরণ।

    তাইতো আপাত—সাধারণ ব্যক্তিজীবনের রোজনামচার খাতা কখন যেন জাদুমন্ত্রে রূপান্তরিত হয় এক অপ্রকাশিত রূপকথায়। ব্যক্তি তার চলমানতার পরিসরে খুঁজে নেয় গল্পের প্রয়োজনীয় উপাদান, যা কখনও ব্যক্তিজীবন, কখনও প্রকৃতির নয়নাভিরাম রূপ, কখনও সুখকর যাপন, কখনও—বা এক নেতিবাচক যাপনের বেড়াজাল—প্রতিকূলতা, বিপদ, চিরবিচ্ছেদ অথবা চিরবিরহের পথ ধরে চলতে থাকে।

    সংকলনটিতে লিপিবদ্ধ করা হয়েছে এমনই কিছু অণুগল্প এবং ছোটগল্প, যার মধ্যে নিহিত আছে মানবজীবনের বহমানতার বিভিন্ন রং—কোমল লেবুরঙা আলোয় ভরা শৈশব, সদাচঞ্চল মেয়েবেলার রামধনু রঙ, সদ্যতরুণীর আশমানি রঙা নিবিড় প্রেমের স্বপ্ন, কখনও—বা অসময়ে বয়ে আসা বানভাসি ভালোবাসার সবুজাভ হাতছানি। অন্যদিকে আছে প্রতিদিনের বাঁচার আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার চরম ব্যাকুলতা, যা বিপ্রতীপ স্পর্শক ছুঁয়ে প্রতিস্পর্ধার হাতছানিতে এগিয়ে চলে।

    208.00260.00
  • NIRABATASANKO নীরবতাসাঁকো

    • Author: Chirantan Jana
    • Cover Designer: Sourish Mitra
    160.00200.00
    Available on: 04 Feb, 2026
  • OSTOBELAR SWARALIPI অস্তবেলার স্বরলিপি

    সব কথা শেষ হয়ে যাওয়ার পরেও নিজের সাথে নিজের কিছু কথা বাকি পড়ে থাকে। দর্পণের ধুলো মুছলে স্পষ্ট হয়ে ওঠে একটা পুরানো নদী,  একটা প্রাচীন শহর আর অনেকগুলো একাকী পথের কথকতা। সেই কথাগুলোই কখন যেন কবিতা হয়ে লিপিবদ্ধ হওয়ার দাবি জানায়। বেলাশেষের বেলায় অস্তবেলার স্বরলিপি তৈরি হয় সেই না—বলা কথার দর্শন, প্রেম, বিরহ, অভিমান, নিঃসঙ্গতা আর বিহ্বলতা নিয়ে।

    224.00280.00
  • PATAY PATAY PAYCHARI পাতায় পাতায় পায়চারি

    01

    অতিলৌকিক বা রহস্য সাহিত্য আসলে পড়তে যতটা সহজ, বুঝতে গেলে ততটা সহজ আদৌ নয়। মানুষের সমাজভাবনারই বহু স্তর লুকিয়ে আছে তাদের আপাত-সহজবোধ্য চোগা-চাপকানের আড়ালে। আসলে সব চিন্তাভাবনারই মূলে আছে মানুষ আর তার বিশ্বকে নানান চোখে দর্শনের কৌতূহলী আতশকাচ। ইতিহাস তাই বলে। কাজেই রহস্য বা অলৌকিক সাহিত্য নিয়ে আরো গভীর চিন্তাভাবনার প্রয়োজন আছে বলে মনে হয়। পৃথিবীর সর্বত্রই আজ তা হচ্ছে। বাংলার আলোচনাসভা সেদিক থেকে পিছিয়ে থাকবে কেন? বিশ্বের সাহিত্য, দর্শনের সঙ্গে বাংলার চিন্তাজগতের যোগাযোগ যে কত প্রাচীন আর কত জীবন্ত তা আর আমার বলার অপেক্ষা রাখে না। সেই কথা ভেবেই আমি নিজের মতো করে যেমন পেরেছি ফাঁক পূরণ করার চেষ্টা করেছি।

    256.00320.00

Main Menu